চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা শুরু হয়েছে। বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন তিনি। এছাড়া বন্যা পরিবর্তী বিষয়ে তিনি বিভিন্ন দিক-নির্দেশনাও দিচ্ছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত পরিবারে দেওয়া হচ্ছে শুকনো খাবার এবং চাল।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে দোহাজারী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের দিয়াকুল আশ্রয়ণ প্রকল্প, বড়ুয়া পাড়া, নয়াপাড়া, হিন্দুপাড়া ও দারোগা কাটা এলাকায় অসহায় বন্যা কবলিতদের ত্রাণ নিশ্চিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রিয়াদ হোসেন ও সাবেক ইউপি সদস্য মো. নাসির উদ্দীনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েক জানান, বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। একটি পরিবারও ত্রাণের আওতার বাইরে থাকবে না। উপজেলায় দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নে টিম গঠন করে ট্যাগ অফিসার ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিদিন ত্রাণ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। উপজেলার যে সমস্ত এলাকা সমূহ প্লাবিত হয়েছে, সেই সব এলাকা থেকে চাহিদার ভিত্তিতে আমরা সহযোগিতা করছি। আমাদের কাছে পর্যাপ্ত ত্রাণ রয়েছে।