দোহাজারীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা ছগিরপাড়া এলাকায় আপন ছোট ভাই আব্দুল বায়েজের উপর্যুপরি ছুরিকাঘাতে বড় ভাই মো. মুছা (৫৫) খুন হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. মুছা ওই এলাকার মৃত আব্দুল ওয়ারেসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থ লেনদেনের বিষয় নিয়ে আপন দুই ভাই মো. মুছা ও আবদুল বায়েজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরিবারের লোকজন আব্দুল বায়েজকে উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আলোদ্বীপা মজুমদার মো. মুছাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “সংবাদ পেয়ে দ্রুত থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন