চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে তিন দারোয়ানকে বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
সোমবার (২৬ জুন) রাত ৩ টায় দিকে বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর গ্রামের সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
গরুর মালিক আবু তৈয়ব জানান, ঈদুল আযহা
উপলক্ষে আমরা চারজন মিলে বিক্রির জন্য ২৪টি গরু এনেছি। এর মধ্যে ১৩টি গরু বিক্রি করেছি। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গরুগুলোর পাহারায় থাকা আমাদের দুই দারোয়ান ও বেঙ্গুরা বাজারের দারোয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে দুর্বৃত্তরা। এ সময় দারোয়ানদের মারধর করেছে তারা।
তিনি বলেন,অন্তত ডাকাত দলের ১৫ সদস্য এ ঘটনায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দারোয়ানরা। লুট হওয়া ৫টি গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, গরুগুলো রাস্তার পাশে রেখেছিলো। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। তারপরও আমরা খোঁজখবর নিচ্ছি।