চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ বসতঘরের ৭ পরিবারের সর্বস্ব পুড়ে যায়। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক ছাড়িয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।
শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা ৬টা ৪০মিনিটের সময় উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২নম্বর ওয়ার্ডের চরতিয়া পাড়া আব্দুল হক সাওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন বসতঘরের সাত পরিবার ক্ষতিগ্রস্থ হয়। রিকশা ড্রাইভার আজিজের চুলাঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন- আব্দুল হকের পুত্র নাছির উদ্দিন, রেজাউল করিম, ফজল করিম; মৃত আতর আলীর পুত্র আব্দুল হক, আব্দুল আজিজ, আব্দুল কাদের ও মৃত মমতাজের পুত্র মোজাহের আহমদ। এলাকাবাসীদের মতে এ ঘটনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় আব্দুল হক ও আব্দুল আজিজের পরিবার।
স্থানীয় প্রতক্ষদর্শী মাস্টার আজিজুর রহমান জানান, ‘যেখানে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে তা ছিল খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। সবগুলো ঘর ছিল টিনের চালা ও বেড়ার। যথাসময়ে ফায়ার সার্ভিস না আসলে অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্থ হতো আরো ভয়াবহ অবস্থার সৃষ্টি হতো।’
এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ইনচার্জ আযাদুল ইসলাম জানান, ‘অগ্নিকান্ডের খবর পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের টিমসহ আমি ঘটনাস্থলে পৌঁছাই এবং যথাসময়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় ৩ বসতঘরের ৭ পরিবার ক্ষতিগ্রস্থ হয়।