বাঁশখালী ইউএনও’র নাম্বার ক্লোন করে চাঁদা দাবী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরীর সরকারি মুঠোফোনের সিম নাম্বার ক্লোন করে অসৎ উদ্দেশ্যে বিভিন্ন মানুষের কাছে ফোন করে চাঁদা/টাকা দাবী করার খবর মিলেছে।
সোমবার (১৫ মে) দুপুর ১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ‘Uno Banshkhali’ নামক ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সিম নাম্বার (অফিসিয়াল নাম্বার ০১৭৩৩৩৩৪৩৪৫) ক্লোন করার বিষয়টি জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী অফিসিয়াল ফেইসবুকে সতর্কতার জন্য পোষ্ট দিয়ে জানান, ‘বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে কতিপয় প্রতারক চক্র বিভিন্নজনের কাছে চাঁদা/টাকা দাবী করছেন মর্মে সংবাদ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার ক্লোন করে কেউ টাকা চাইলে কখনোই কেউ বিকাশ বা অন্য কোন মাধ্যমে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে। উক্ত নাম্বার থেকে কোন প্রকার অযাচিত কল আসলে বিভ্রান্ত হয়ে কোন ধরণের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছেন তিনি।
নাম্বার ক্লোনিং এর বিষয়ে অনুসন্ধান চলছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।