চট্টগ্রামের বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ১৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার সময় বাঁশখালী উপজেলার গুনাগরি বাজার এলাকা হতে আসামীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- লোহাগাড়া থানাধিন চুনতি ইউনিয়নের চুনতি সুলতান পাড়া বিলকিছ বাপের বাড়ীর মো. আব্দুল আলীম এর পুত্র মো. ইয়াহিয়া এ ইয়াছিন এ জাহাঙ্গীর (৩৩), অপরজন সাতকানিয়া থানাধিন কড়ইয়ানগর ইউনিয়নের বনিকপাড়া ঠাকুর দিঘীর পাড় এলাকার বাবুল ধর এর পুত্র বিপ্লব ধর (৪৬)।
পুলিশসূত্রে জানা যায়, তদন্তকারী অফিসার এসআই মো.শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স এএসআই আব্দুল খালেক, এএসআই মকছুদ আহমদ সহ একটি আভিযানিক টিম আসামীদের তথ্য মতে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা হতে বাঁশখালী থানার মামলা নং-২৭, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর চোরাই হওয়া ১৫ ভরি ১৩ আনা ৩ পয়েন্ট চোরাই স্বর্ণ উদ্ধার পূর্বক গ্রেপ্তার করেন।
এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, চোরাইকৃত স্বর্ণ উদ্ধার পুর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহনের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।