কক্সবাজারে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের (MAF) একশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত

ইউএসএআইডির আর্থিক সহায়তায় ডেমোক্রেসি ইন্যারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) বাংলাদেশ প্রকল্পের আয়োজনে কক্সবাজারে মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরামের (MAF) একশন প্ল্যানিং সভা ২৪ ফেব্রুয়ারি ২০২৩ পর্যটন নগরী কক্সবাজার হোটেল কোস্টাল পিস এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়! এতে সভাপতিত্ত করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সভাপতি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রাজনৈতিক ফেলো মোহাম্মদ রেজাউল করিম এবং সঞ্চালনা করেন মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সেক্রেটারি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রাজনৈতিক ফেলোমোহাম্মদ ইউছুফ বদরী।

সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্তগুলো উত্তাপন করা হয় । কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলকে মাধক প্রবণ এলাকায় ঘোষনা করার পরিপ্রেক্ষিতে কক্সবাজার এর যুব সমাজ ,প্রশাসন ও সুশীল সমাজ ,শিক্ষক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসী ফোরাম কক্সবাজার এর সমন্বয়ে আগামী ১৮ মার্চ টাউন হল মিটিং এর সিদ্ধান্ত গ্রহন করা হয়! এর পর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সার্বিক কর্মকান্ড উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার সদরুল আমিন | রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করণে পলেটিক্যাল হারমনি তথা রাজনৈতিক সম্প্রীতি বিষয়ক অ্যাডভোকেসী কার্যক্রম এর ধারণা পত্র উপস্থাপন করেন ড়েমোক্রেসী ইন্টারন্যাশনাল এর রিজিওনাল কোঅর্ডিনেটর -চট্টগ্রাম মোহাম্মদ ওবায়দুর রহমান | এর পর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় |

পরবর্তীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর নতুন অ্যাডভোকেসী কার্যক্রম “পলেটিক্যাল হারমনি ” পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয় | সভায় মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (MAF) কক্সবাজারের সদস্যগণ উপস্থিত ছিলেন |