লায়ন্স ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম আদালত ভবনে স্বাস্থ্যসেবা
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্স এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম আইনজীবী সমিতির সহযোগিতায় চট্টগ্রাম আদালত ভবনে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস, রক্তের গ্রæপ নির্ণয় এবং সাধারণ স্বাস্থ্যসেবা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজ আজিজ আহমেদ ভূইয়া, বিশেষ ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বারের সভাপতি আবু হাসেম, সেক্রেটারী এ.এইচ.এম জিয়া উদ্দিন, যুগ্ম জেলা জজ খাইরুল আমিন, সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির, লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টার লায়ন মাহবুবুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন জাহেদুল ইসলাম, লায়ন আব্দুল্লাহ আল কাদের, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, জোন চেয়ারপার্সন লায়ন মকবুল হোসেন, মোর্শেদুল হক, ডাঃ রাজা।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের সভাপতি লায়ন অশোক কুমার চৌধুরী, প্রেসিডেন্সির সভাপতি, লায়ন সাব্বির আহমদ, মেট্রোপলিটন ক্লাবের সভাপতি লায়ন বিজয় শেখর দাশ ও অন্যান্য লায়ন নেতৃবৃন্দ।