লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন বন্ধন লায়ন্স ক্লাব কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে নিত্য প্রয়োজনীয় পন্য,শুকনো খাবার ও নগদ অনুদান প্রদান করা হয়েছে।
সোমাবার (১৮ নভেম্বর) বিকালে বন্ধন লিও ক্লাবের সভাপতি নুর মোহাম্মদের নেতৃত্বে আয়োজিত উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম, বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সার্ভিস কমিটির চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, লায়ন মোহাম্মদ আমিনুল হক, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও ফরহাদ আল মাহিন, লিও মনির হোসেন বাপ্পি, লিও আব্দুল্লাহ আল মারুফ।
বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলাম রহমান রাব্বানীর নিকট নিত্য প্রয়োজনীয় পন্য,শুকনো খাবার ও নগদ অনুদান তুলে দেয়ার প্রাক্কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সদস্য যথাক্রমে মোহাম্মদ জুয়েল, সানজিদা আকতার ইভা, লিপি আকতার, জুতি হাসান, মোহাম্মদ তুহিন, সজিব, শাওন প্রমূখ।
এসময় বন্ধন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ বেওয়ারিশ বৃদ্ধা ও শিশু কিশোরদের সার্বিক সহযোগিতার আশ^াস ব্যক্ত করেন। ভবিষ্যতে বড় পরিসরে এ বৃদ্ধাশ্রমের জন্য নানা প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।