লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকালে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারী লিও নাইম উদ্দিন সাফায়েতের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, ক্লাব এডভাইজার লায়ন আবু তাহের, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, বন্ধন লায়ন্স ক্লাবের ট্রেজারার লায়ন হাছান তারেক চৌধুরী, লিও জেলার সহ-সভাপতি লিও ইরফান উদ্দিন চৌধুরী রনি, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন সাজ্জাদ আলী, লায়ন মোহাম্মদ শফি, লিও মনির হোসেন বাপ্পি, সদ্য প্রাক্তন সভাপতি লিও আরমান উদ্দিন।
সভায় অক্টোবর সেবা সপ্তাহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আসন্ন লিও ইয়ূথ ক্যাম্পের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে কর্মপন্থা নির্ধারণ করা হয়। লিও ইয়ূথ ক্যাম্প সফলভাবে সম্পন্ন করতে একটি সাব কমিটি গঠনের সিন্ধান্ত হয়। আগামী মাসে দুইটি সেবা কার্যক্রম আয়োজনে
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সহ-সভাপতি লিও ইমরান উদ্দিন ইমু, আবদুল আল আকিব, মোঃ আবরার রাতুল, ইমতিয়াজ উদ্দিন নিহাল, মোঃ আল আমিন, মোঃ আকরাম হোসেন, লিপি আক্তার, সানজিদা আক্তার ইভা, ইমরানুল হক, মোহাম্মদ সজিব হোসেন।