দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের বিজয় নিশ্চিত করতে হলে পতিত ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে আরও অনেক দিন রাস্তায় থাকতে হবে। আন্দোলনে শিক্ষার্থীদের মধ্যে একাধিক সংগঠনের আবির্ভাব হয়েছে যা আধিপত্যবাদ বিরোধী আন্দোলনকে দূর্বল করে দিতে পারে। সংখ্যালঘু ইস্যকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মাঠে নামার জন্য তিনি ভারতীয় আধিপত্যভাদ বিরোধী দেশ প্রেমিক শক্তিকে মাঠে নামার আহবান জানান মাহমুদুর রহমান।
শুক্রবার ( ১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র সদস্যদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।
অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরন আসন্ন উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, নির্বাচনের জন্য তাড়াহুড়া করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি সমুহের মধ্যে দুরত্ব সৃষ্টি করা যাবেনা বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক দৈনিক আমার দেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও ৭১ টেলিভিশনের বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, বাসসের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আরিফ, সিনিয়র সদস্য মোঃ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, শাহনেওয়াজ রিটন, সাংবাদিক ফারুক মুনির, এম এ হোসাইন প্রমূখ।