আন্তর্জাতিক সামার প্রোগ্রামে অংশ নিতে ফিলিপাইন গেলেন হাসান

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার প্রখ্যাত ইউনিভার্সিটি অব দি ফিলিপাইন্সে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামার প্রোগ্রামে অংশগ্রহণ করতে ফিলিপাইন গেছেন আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কো-চেয়ারপার্সন লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী (রুমান)।

৫ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য উক্ত সামার প্রোগ্রামের আওতায় তিনি সেখানে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণে অংশ নিবেন।

গত বছর নয়া দিল্লিস্থ গ্রীস এম্বাসীর অর্থায়নে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামার প্রোগ্রামেও অংশ নেন তিনি।

উল্লেখ্য, পরিবেশে বিশেষ অবদানের জন্য গত বছর নেপাল সরকারের ভাইস প্রেসিডেন্ট কর্তৃক স্বনামধন্য এভারেস্ট ক্লাইমেট অ্যাকশান অ্যাওয়ার্ডে ভূষিত হন তিনি। পেশায় আইনজীবী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিয়েটর-আর্বিট্রেটর হাসান সোশ্যাল এক্টিভিটিজের জন্য ইতিপূর্বে ভারতের কলকাতা ও নয়া দিল্লিতে আরও দুটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এছাড়াও লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন