চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি মাদ্রাসা বৃত্তি প্রকল্প “আন-নাবিল বৃত্তি প্রকল্প’২২” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান নগরীর একটি অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এবার বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ১৩ জন ছাত্রকে ট্যালেন্টপুল এবং ৬০ জন ছাত্রকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাহা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী। প্রধান আলোচক ছিলেন সিলেট আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুর রহমান (বিসিএস)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাবিল বৃত্তি প্রকল্প চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কেফায়েত উল্লাহ। উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, ত্বরিকুল ইসলাম, গোলাম রাব্বানী, ফানাফিল্লাহ হক জিহাদী, মামুনুর রশিদ, সারওয়ার হোসাইন প্রমূখ। সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আন-নাবিল বৃত্তি প্রকল্প দক্ষিণ জোনের সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মমতাজ উদ্দিন কাদেরী কচিকাঁচা শিশু কিশোরদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গ দরকার। তাই তিনি আন-নাবিল শিশু কিশোর সাংস্কৃতিক সংসদ সদস্যদের অনুসরণ করার পরামর্শ দেন। সময়কে কাজে লাগিয়ে নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার দৃঢ় সংকল্প করতে হবে।
এছাড়াও বৃত্তি সংবর্ধনার আয়োজনে আরো ছিল সংস্কৃতি পরিবেশনা। এ সংস্কৃতি পরিবেশন করেন আন-নাবিলের শিল্পীরা।