উখিয়া আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জাহাঙ্গীর সভাপতি, নুরুল হুদা সম্পাদক নির্বাচিত

দীর্ঘ ৭ বৎসর পর অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেছেন ৩ জন প্রার্থী। তৎমধ্যে সাবেক ছাত্রনেতা নুরুল হুদা কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপর দুইজন প্রার্থীরা হলেন কামাল উদ্দিন মিন্টু এবং ফরিদুল আলম কন্ট্রাক্টর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এসময় তিনি বলেছেন, বিএনপি দেশে আবারও নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য পরিকল্পনা করছে। লন্ডন থেকে পলাতক সন্ত্রাসী তারেক রহমান নাশকতার নির্দেশ দিয়েছে। বিএনপি দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার পাঁয়তারা করছে। আমাদের দলের সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার আন্দোলনের নামে দেশের রাজপথে অস্থির করার সুযোগ দেবে না।

তিনি বলেন, বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকারের সময় নাকি দেশের রিজার্ভের পরিমাণ সবচেয়ে কম। অথচ বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশে রিজার্ভ ছিল ৫ বিলিয়ন ডলার। আর এখন এতো সংকটের মধ্যেও দেশের রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার। বিএনপি নেতারা এই নির্লজ্জ মিথ্যাচারের আগে আয়নায় তাদের নিজের চেহারা দেখা প্রয়োজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরী, আওয়ামী লীগ নেতা রঞ্জিত দাশ, সাংগঠনিক টীম প্রধান শাহ আলম চৌধুরী রাজা।

এর আগে সকাল ১০টার দিকে উখিয়া উচ্চ বিদ্যালয় খেরার মাঠে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।

আরও পড়ুন