বিদেশী নকল সিগারেট ব্যবসায় নওফেলের সম্পৃক্ততা: এনবিআরের তদন্তে প্রমাণ

বিদেশী বিভিন্ন কোম্পানির নকল সিগারেট তৈরি এবং নকল ব্যান্ড রোল ব্যবহার করে অবৈধ বাণিজ্যের সাথে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)।

এনবিআরের ১১১ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, নকল সিগারেট তৈরি এবং ব্যান্ডরোল তৈরির সাথে জড়িত ২০টি প্রতিষ্ঠানের মধ্যে বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো এবং তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো অন্যতম বৃহৎ। এসব প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণায় কাঁচামাল আমদানি করে এবং কিশোরগঞ্জ ও চট্টগ্রামের চকোরিয়ার কারখানায় নকল সিগারেট তৈরি করে। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের মালিকানাধীন বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানির সাথে নওফেলের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানির ৪০ শতাংশ শেয়ার মালিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই প্রতিষ্ঠান দুটি এখন পর্যন্ত ১০ হাজার টন সিগারেট তৈরির কাঁচামাল সংগ্রহ করেছে, যা দিয়ে প্রায় ৫ কোটি সিগারেট তৈরি করা সম্ভব।

এছাড়া এসব অবৈধ কার্যকলাপের মাধ্যমে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর সংশ্লিষ্ট ব্যবসা থেকে আয়ের একটি অংশ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা হতো, যেখানে তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি না হলেও, তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনটি এনবিআর এ জমা দেওয়া হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ এনবিআর গ্রহণ করবে।

আরও পড়ুন