আন্দোলনের ঢেউ সারাদেশে ছড়িয়ে পড়েছে, দমানোর সাধ্য নাই : আমির খসরু

নিশি রাতে ভোট করে জনগণের মৌলিক অধিকার হরণ করে ক্ষমতায় আসীন হলেও ক্ষমতা এখন গলার কাঁটায় পরিণত হয়েছে আওয়ামী লীগের জন্য। গুম খুন মামলা হামলায় গণতন্ত্রের কবর রচনা করে কিছুদিন ক্ষমতায় থেকে লুটপাট করার সুযোগ পেলেও বিশ্বব্যাপী একটা অবাঞ্চিত সরকার হিসেবে তাদের ট্যাগ অর্জিত হয়েছে। তাই অচিরেই ক্ষমতা ছেড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে সুগম করতে হবে বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (১১জানুয়ারী) দুপুরে নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে বিএনপির কেন্দ্র ঘোষিত গণঅবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আমীর খসরু বলেন, আমরা বাড়িতে ফিরে যাচ্ছিনা। যেখানেই হামলা হচ্ছে বিএনপির নেতা কর্মীরা প্রতিরোধ করছে। আগামীদিনের আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। আগামী ১৬ জানুয়ারী আমাদের পরবর্তী কর্মসূচি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের সকল জেলা, উপজেলা গুলোতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, জনগণের ভাষা বুঝার চেষ্টা করুন। আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন বলেই জনতার আন্দোলনে ভয় পান। পুলিশ-সন্ত্রাসী, মাস্তান পেটুয়া বাহিনী দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায় না। চট্টগ্রাম থেকে আন্দোলনের যে সূচনা ইতোমধ্যে সারাদেশে তা ছড়িয়ে পড়েছে। এমনও সময় আসবে আপনারা পালানোর রাস্তা পাবেন না। তাই সময় থাকতে সঠিক সিন্ধান্ত নিন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিভাগীয় দলনেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, উপজাতি সম্পাদক ম্যা মা চিং, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ সম্পাদক আবদুল ওয়াদুদ ভূইয়া, সহ গ্রাম সরকার সম্পাদক বেলাল আহমদ প্রমূখ।

আরও পড়ুন