দোহাজারী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দিলো গ্লোবাল ইসলামি ব্যাংক
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারিরিক সুস্থ্যতা ও দৈহিক গঠনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট দলের জন্য গ্লোবাল ইসলামি ব্যাংক দোহাজারী শাখার সৌজন্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিলো জার্সি, ট্রাউজার, হেলমেট ও গ্লাভস।
বুধবার (১১ জানুয়ারি) সকালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাফর আহমদের হাতে এসব সামগ্রী তুলে দেন গ্লোবাল ইসলামী ব্যাংক দোহাজারী শাখার এসও এন্ড ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. আবদুল হান্নান ও জুনিয়র অফিসার শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়টির অভিভাবক সদস্য মো. আনিসুর রহমান ও নুর মোহাম্মদ হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।