চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ শয্যার নতুন আইসিইউ উদ্বোধন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নতুন ভবনে ৩০ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক আইসিইউ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আইসিইউ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এ উপলক্ষে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, এনেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অলক নন্দী, আইসিইউ বিভাগের ইনচার্জ ডাঃ মাহাদী হাসান।

প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের বেসরকারী পর্যায়ে একটি শীর্ষস্থানীয় হাসপাতাল। এটি চট্টগ্রামবাসীর হাসপাতাল। চট্টগ্রামের আপামর জনসাধারণ, ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সবাই এই হাসপাতালের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন। করোনাকালেও চট্টগ্রামবাসী আপনাদেরকে সর্বাত্মক সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদেরকেও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। যেহেতু এটি একটি চ্যারিটেবল হাসপাতাল তাই সব ধরনের রোগীদের সেবা প্রদানের বিষয়ে সর্বাত্বক মনোযোগ দিতে হবে। হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ইনফেকশন কন্ট্রোলের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এছাড়া হাসপাতালের সব ধরনের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করার জন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বৃহত্তর পরিসরে নতুন এই আইসিইউর মাধ্যমে এখানকার রোগীরা আরো বেশি সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি মা ও শিশু হাসপাতালের উন্নয়নে তার ব্যক্তিগত এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। হাসপাতালের জন্য এমআরআই মেশিন ক্রয় এবং হাসপাতালের যেসকল সমস্যার বিষয়ে অবহিত করা হয়েছে তা তিনি সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার চীফ রিপোর্টার হাসান আকবর, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, মেম্বার মোঃ হারুন ইউসুফ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ূয়া, অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, উপ-পরিচালক (প্রশাসন,আইসিএইচ) ডাঃ মোঃ আবু সৈয়দ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ, হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডাঃ নুজহাত শারমিন রুহি।

আরও পড়ুন