চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান, মরনোত্তর সম্মাননা, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ও নার্সিং কলেজ গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম আজাদ। পরবর্তীতে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৪ বাংলাদেশ এর প্রথম জেলা ভাইস গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ ও ফৌজদারহাট নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস ইলা দাশ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক জেনারেল সেক্রেটারী ডাঃ আঞ্জুমান আরা ইসলাম, কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী মোঃ আহসান উল্লাহ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) মোঃ মনজুরুল আলম চৌধুরী, উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম, নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানীদাশ, নার্সিং টিচার মোঃ শহীদুল্লাহ, উদযাপন কমিটির সভাপতি সিনিয়র নার্সিং সুপারভাইজার ও ইনষ্ট্রাক্টর দিলরুবা আক্তার, নার্সিং সুপারভাইজার মিসেস আবিদা সুলতানা ও তাসলিমাতুন জান্নাত।
প্রধান অতিথি জেলা গভর্ণর লায়ন শেখ সামশুদ্দীন আহমেদ সিদ্দিকী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে চট্টগ্রামবাসীর অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান দাবি করে বলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এই হাসপাতালের জন্মলগ্ন থেকেই এই হাসপাতালের সাথে জড়িত এবং এর অন্যতম উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন লায়ন জেলা গভর্ণর ডাঃ এ এফ এম ইউসুফ। করোনাকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছে তা চট্টগ্রামবাসী আজীবন স্মরণ রাখবে।