চট্টগ্রামে ৩ ডাকাত গ্রেপ্তার
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি ছোরাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে নগরীর কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিন ডাকাত হলেন মো. ইমরান হোসেন ওরফে লাবু (৪৭), মো. জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১) ও মো. জাফর ইকবাল মাসুম (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, মঙ্গলবার রাতে সিআরবি কাঠের বাংলোর নিচে কয়েকজন ডাকাত অবস্থান করছে মর্মে সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৬/৭ জন ডাকাত পালিয়ে গেছে। গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ইমরানের বিরুদ্ধে ৬টি ডাকাতি মামলা ও জাফরের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা রয়েছে বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।