চট্টগ্রাম বক্সিরহাট যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রাপ্তির সুযোগ মিলবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার বিকেলে শাহ আমানত ব্রীজ সংলগ্ন বিশ্বরোড রাজাখালী এলাকায় ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, প্রতিবছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের অনেক কষ্ট দূর হবে। আজ আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। এটি বিতরণ নয়, এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভবিষ্যতে আমরা ক্ষমতায় আসার সুযোগ পেলে আপনাদের সব সমস্যার সমাধান করতে চেষ্টা করব ইনশাল্লাহ।

ওয়ার্ড যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনির সভাপতিত্বে এবং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও এইচ মনসুরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক হাজী বেলাল হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদ, আলহাজ্ব নাসির উদ্দিন। প্রধান বক্তা ছিলেন কোতোয়ালি থানা যুবদলের সাবেক আহবায়ক ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু। উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা সেচ্ছাসেবকদলের আহবায়ক এন মো. রিমন, বাকলিয়া থানা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. শামীম, ওয়ার্ড যুবদল নেতা সেলিম খান, সাইফুল ইসলাম, শামসুল ইসলাম, আবদুর রব, জামাল উদ্দিন, নাছির উদ্দীন, মোঃ মুন্না প্রমূখ।

আরও পড়ুন