আত তাকওয়া ফাউন্ডেশন কর্তৃক শুক্রবার (১ নভেম্বর) হতে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদের সামনে সুলভ মূল্যে সবজির বাজার কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা হতে চলমান এই বাজারে বর্তমান সিন্ডিকেট ব্যবসায়ীদের বেশি মুনাফা বন্ধ করতে এই উদ্যোগ।
চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজী ইমাম ও খতিব রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদ, আবুল হাশেম খোকন সেক্রেটারি, হাফেজ রাকিব, সাইফুল ইসলাম আকাশ, মাসুদ, রিপন, জীবন, তাসিন, নয়ন মাহাদিন আরো মেহেদী সদস্যবৃন্দ এরা আজকের প্রোগ্রামে উপস্থিত ছিল নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা পাশ হতে সুলভ মূল্যে সবজি ক্রয় এবং আপনি চাইলে ওখানে রাখা একটি বক্সে সবজি দান করতে পারেন গরীব ও অসহায় লোকদের জন্য। বিক্রির জন্য আনা সবজী সমূহের মূল্য তালিকা দেখে আগত ক্রেতাগন তাদের পছন্দের সবজি ক্রয় করছেন।