কাজীর দেউড়ীতে বিএনপির সমাবেশ সোমবার

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবীতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সোমবার (১ জুলাই) বিকাল ৩ টায় কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

উক্ত সমাবেশ সফল করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়েছে।

আরও পড়ুন