চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি একটি দৈত্য সরকার। এর সকল স্তরের লোকজন যেনো চেরাগ ঘঁষে ঘষেই একেকটা ফুলে-ফেঁপে উঠেছে। দেশের মানুষকে ভোখা নাঙ্গা রেখে নিজেদের এমন দৈত্যরূপ বিশ্বের কোথাও কোনো সরকারের নেই। সিন্ডিকেট সরকারের সিন্ডিকেটে থাকা সুবিধাভোগীরা ছাড়া দেশের আপামর জনগণ আজ করুণ দিনাতিপাত করছে। এ থেকে মুক্তির উপায় কেবল গণতান্ত্রিক শাসন কাঠামোয় দেশকে ফিরিয়ে নেয়া। আর এ গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কায়েমে রাজনীতিবিদদের পাশাপাশি সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
সোমবার (১ এপ্রিল) বিকালে ২ নং গেইটস্থ নাসিরাবাদ কনভেনশন হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. ফয়েজুর রহমানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, ড্যাব কেন্দ্রীয় কমিটির সি. সহ সভাপতি ডা. আবদুল সেলিম, সহ সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন ডাম্বেল।
আমীর খসরু বলেন, ৭ জানুয়ারীর নির্বাচনে দেশের গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্ট স্বৈরচারকে যেভাবে না বলেছে, তা নজিরবিহীন। তারপরও তাদের লাজ শরম নেই। বেহায়া নির্লজ্জের মতো ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে। প্রধানতো একধরণের অলিখিত ম্যাসেজ দিয়ে দিছেন, যার যা খুশি করে খাও, আমার ক্ষমতার যেনো নড়চড় না হয়।
তিনি বলেন, সরকারের সুবিধাভোগীদের চরিত্র দেশের মানুষ অকপটেই বলে দিতে পারেন। টাকা পাচারে বিশ্বে বর্তমান বাংলাদেশ সরকারের অবস্থান অদ্বিতীয়। দেশকে ফতুর করে নিজেদের সম্পদ বাড়াতে আপ্রাণ চেষ্টার কোনো কমতি নেই। কিন্তু তারা ভুলে গেছে জনগণের কাঠগড়ায় তাদেরকে দাড়াতে হবে। সকল অনিয়ম দুর্নীতির হিস্যা জনগণকে দিতেই হবে।
এতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দীন, ড্যাবের উপদেষ্টা ডা. আবদুল আলিম, ডা. আবুল কালাম, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, কেন্দ্রীয় ড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম, ড্যাব নেতা ডা. নুরুল করিম চৌধুরী, ডা. মিনহাজুল আলম, ডা. মঈনউদ্দীন, ডা. জোনায়েদ রায়হান, ডা. মেহেদী হাসান, ডা. সাদ্দাম হোসেন, ডা. গিয়াস উদ্দিন নয়ন প্রমূখ।