পতেঙ্গা সমুদ্র সৈকত রাতে যেন অন্ধকারে নিমজ্জিত

বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম পর্যটক কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকত রাতে জ্বলছে না লেম্পপোষ্টের লাইটগুলো। রাতের নিরাপত্তা এবং সাগর তীরে সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া ল্যাম্প পোষ্ট গুলো এখন প্রায় সবসময়ই থাকে বন্ধ।

সন্ধার পর হতে পতেঙ্গা পাড়ে আগের মত আলো জ্বলে না, সৈকতপাড়ের একাংশ ছাড়া পুরো সাগর পাড়ই থাকে অন্ধকারে নিমজ্জিত।

স্থানীয়দের মতে, ল্যাম্পপোষ্টের লাইটগুলো নষ্ট হবার পর আর ঠিক করা হয়নি। বর্তমানে অস্থায়ীভাবে বসানো দোকান গুলোর আলোতেই এখন আলোকিত হয় এলাকাটি।

ছুটির দিনগুলোতে মানুষের এতো ভিড় হয় যে, মূল বীচ এলাকা হতে কয়েক মাইল দূর পর্যন্ত পর্যটকদের ভীড় হয়। কিন্তু সাগর পাড় থাকছে অন্ধকারে ডুবে।