কবি সালম সৌরভের ‘ইচ্ছে ডানায় স্বপ্ন মাখি’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন

চট্টগ্রামের একুশে বইমেলা-২০২৪ এ কবি সালম সৌরভের ‌’ইচ্ছে ডানায় স্বপ্ন মাখি’ কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন হয়েছে। চট্টগ্রাম নগরীর ফুসফুসখ্যাত সিআরবি’র শিরীষতলায় অনুষ্ঠিত এবারের বইমেলায় এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আয়োজিত উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, প্রাবন্ধিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও শিশু সাহিত্যিক রাশেদ রউফ, কবি জসিম উদ্দিন খান, লেখক কবি কাজী জাহাঙ্গীর, দৈনিক ভোরের দর্পনের ব্যুরো প্রধান আবু তাহের ,গল্পকার রুনা তাসমিনা, গল্পকার ফেরদৌস আরা রিনু, ঝিলমিল প্রকাশনের কাজী জোহেব, কবি লিপি বড়ুয়া, কবি হেলাল চৌধুরী, প্রাবন্ধিক মহিউদ্দিন শিবলী, প্রাবন্ধিক রশিদ এনাম, তানভীর হাসান বিপ্লব, সরওয়ার আরমান, জোনাকি দত্ত এবং লেখক সাংবাদিক জাহেদ কায়সার প্রমুখ।

এক প্রতিক্রিয়ায় “ইচ্ছে ডানায় স্বপ্ন মাখি’ কাব্য গ্রন্থের লেখক কবি সালাম সৌরভ প্রকাশনা উৎসব সফল করার জন্য উপস্থিত সকল গুণী লেখক-পাঠেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিশোর কবিতার বইটি প্রকাশিত হয়েছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শৈলী প্রকাশন থেকে। বইয়ের প্রচ্ছদ করেছেন বরেণ্য চিত্রশিল্পী মোমিন উদ্দিন খালেদ ও বইয়ের ভেতর অলংকরণ করেছেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষক চিত্রশিল্পী সনজিত রায়।

আরও পড়ুন