চট্টগ্রামে ডেঙ্গুতে ১ মৃত্যু, শনাক্ত ১৭১
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু এবং নতুন করে ১৭১জন শনাক্ত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত গত ২৪ঘন্টার রিপোর্টে এ তথ্য তুলে ধরা হয়। আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫৫ বছর বয়সী মোঃ হোসাইন মাসুদ নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন এবং ১৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭১ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৭১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১০০ জন রোগী। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নতুন ভর্তি রয়েছে ৩১ জন। নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৮৮ জন এবং সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭ হাজার ৮৮৮ জন।
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, সবার আগে সচেতনতা প্রয়োজন। যেকোনো সময় ঘুমাতে গেলে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। কোনো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।