চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র মৌন মিছিল
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র মৌন মিছিল বুধবার (৩০ আগস্ট) বিকাল ৪ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে কাজীর দেউরী থেকে শুরু হয়ে লাভ লেইন মোড়ে গিয়ে শেষ হয়।
মৌন মিছিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, গুম এখন রাষ্ট্রীয় নিপীড়নের বড় হাতিয়ার। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে গুমজনিত অপরাধ মূলতঃ তাঁদের বিরুদ্ধেই প্রয়োগ করা হয়, যাদেরকে সরকার শত্রু হিসেবে চিহ্নিত করেছে। ৩০ অগাস্ট এমন এক সময় পালিত হচ্ছে যখন বাংলাদেশে মানবাধিকার লংঘন ব্যাপক আকার ধারণ করেছে। দেশে অকার্যকর বিচার ব্যবস্থার ফলে রাষ্ট্র কর্তৃক দায়মুক্তির সুযোগে গুমের পাশাপাশি চলেছে ব্যাপকভাবে বিচারবহির্ভূত হত্যাকান্ড ও হেফাজতে নির্যাতন করে হত্যা। গুম হওয়া ব্যক্তিরাও নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডেরও শিকার হচ্ছেন। গুমের মধ্য দিয়ে সারা দেশে একটা ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা মুখে গনতন্ত্র আর মানবাধিকারের বুলি আওড়িয়ে ঠিক উল্টোটাই করে। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি গুম হওয়া ব্যক্তিদেরকে তাদের স্বজনদের কাছে অবিলম্বে ফেরত দিতে হবে। এ সময় জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মৌন মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এড. ইফতেখার হোসেন চৌধুরী, আবদুল গাফফার চৌধুরী, এম মন্জুর উদ্দীন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হাজী মোহাম্মদ রফিক, ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, নুরুল কবির, মঈনুল আলম ছোটন প্রমূখ।