মিরসরাইয়ে ১৪’শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। ওই যুবকের নাম সজীব মিয়া (২৬)।
মঙ্গলবার (২৬ জুলাই) বেলা এগারোটার দিকে মিরসরাই পৌরসভার সেবা আধুনিক হাসপাতালের পেছন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সজীব ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাঁচ কাইচাইল গ্রামের মিয়া বাড়ীর মতিন মিয়ার পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভার সেবা আধুনিক হাসপাতালের পেছন থেকে ১৪’শ পিস ইয়াবাসহ সজীবকে আটক করা হয়।
এবিষয়ে মিরসরাই থানায় মাদকদ্রব্য আইনে মামলা (নং-১৩) দায়ের করে আসামিকে দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।