পরিচ্ছন্ন লামা সারাদেশে হবে রোল মডেল : মেয়র জহিরুল ইসলাম

মেয়র মো:জহিরুল ইসলাম বান্দরবান জেলার লামা পৌর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

রবিবার বাজার ব্যবসায়ী সংগঠনের সভাপতি আমান উল্যাহর সভাপতিত্বে জেলা পরিষদ গেষ্ট হাউজে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মো.মেয়র জহিরুল ইসলাম লামা বাজারকে ‘ক্লিন টাউন’ ঘোষণা দেন।

এ সময় মেয়র আরও বলেন, সুন্দরের দিক থেকে আমরা লামা শহরবাসী পিঁছিয়ে আছি। অর্থনীতি ও কর্মচাঞ্চল্যতায় এগুতে হলে শহরকে পর্যটন উপযোগি করে তুলতে হবে। পর্যটক অনুকুল শহর তৈরি করতে হলে, পরিস্কার পরিচ্ছনতার বিকল্প নেই। শহরের হোটেল রেস্তোরাগুলো সুন্দর রাখতে হবে। এ জন্য বাজার ব্যবসায়ী ও বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন মেয়র মো. জহিরুল ইসলাম।

মতবিনিময়কালে মেয়র মো. জহিরুল ইসলাম জানান, যানবাহনগুলো শৃঙ্খলা বজায় রেখে শহর অভ্যান্তরে ধীরগতিতে চলে। কেউ কাউকে ওভার টেকও করে না। তারা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা পোষন করেন। বিশ্বের উন্নত শহরে একটি টিস্যু পর্যন্ত যত্রতত্র ফেলা হয়না।

তিনি বলেন, শহরের অভ্যান্তরে রাস্তার পাশে ওয়েল্ডিং ওয়ার্কসপগুলোকে সড়কমুক্ত রাখতে হবে। বাসাবাড়ির ময়লা ফেলে ড্রেন ভরে ফেলার অভ্যাস পরিহার করতে হবে। শহরের জনবহুল পয়েন্টগুলোতে রিক্সা ও টমটম যেন দাঁড়াতে না পারে সে বিষয়ে ট্রাফিক বিভাগের প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া যত্রতত্র ময়লা ফেলা হলে, আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।

স্বাগত বক্তব্যে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুদ্দিন বলেন, বাজার ব্যবসায়ীরা পলিথিন বর্জ্য যত্রতত্র ফেলছেন। ফলে ড্রেন বন্ধ হয়ে আবর্জনায় ভরে যায় শহর।

অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী অনেকে বক্তব্য দেন। এদের মধ্যে লামা পৌরসভার নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, সমস্যা নিয়ে আলোচনার চেয়ে সমাধানের বিষয়ে আলোচনা করা দরকার। পৌরসভার জনবল সংকট রয়েছে, এরপরও পৌর কর্তৃপক্ষ যথাসাধ্য কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা যারযার সামনে পরিস্কার রাখলে, শহর এমনিতেই সুন্দর থাকবে। শুধু পরিচ্ছন্ন কর্মীর দিকে চেয়ে থাকলে চলবেনা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ বলন, শহর সুন্দর ও নিরাপদ রাখতে গভীর রাতে শহরে সময় দেন মেয়র জহিরুল ইসলাম। ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপন করেন। গোপাল বাবুর মোড় থেকে পূর্বদিকে লামামুখ সড়ক সম্প্রসারণ করার জন্য মন্ত্রী মহোদয় ইতিমধ্যে প্রকল্প অনুমোদন দিয়েছেন। বাজার ব্যবস্থাপনা জেলা পরিষদের, তাই বাজারের গলি দখল করে ভবন নির্মান বা অপসারণে মেয়র নিরুপায়। তারপরও সমন্বিত উদ্যেগে শহর বা বাজার সুন্দর করতে হবে।

এদিকে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা বলেন, শহরে নির্মিত ভবনগুলো গলি দখল করে আগে থেকে আছে। স্থানীয় কৃষিপন্য বিপননে নিরাপদ ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন