দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে পৌর প্রশাসকের সহায়তা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাস চাপায় নিহত কিশোর সাব্বিরের পরিবারকে সহমর্মিতা জ্ঞাপন, তাদের খোঁজ-খবর নেয়া ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার সরকার পাড়া এলাকায় নিহত কিশোর সাব্বিরের বাড়িতে ছুটে যান তিনি। এসময় নিহত ওই কিশোরের পিতা-মাতার হাতে নগদ দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা তুলে দেন। পৌর প্রশাসককে দেখে নিহত ওই কিশোরের মা-বাবা কান্নায় ভেঙ্গে পড়েন, তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী অফিসার মোহাম্মদ মোহসিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মো.ইদ্রিস, দক্ষিণ জেলা ছাত্রলীগ কার্যনির্বাহী সদস্য জাহেদুল ইসলাম নয়ন প্রমূখ।