বাঁশখালীতে পরিবেশ বান্ধব সামুদ্রিক লবণ উৎপাদন বিষয়ক কর্মশালা সম্পন্ন

চট্টগ্রামের বাঁশখালীতে ‘পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদন ও ব্যবসা জোরদারকরণ’ বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে লবণ উৎপাদন সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী এ কর্মসূচীর উদ্যোগ নেয় “পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র“। সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের উপ-প্রকল্প হিসেবে সংগঠনটি এ কর্মশালার আয়োজন করে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাবে এ আয়োজন করা হয়।

পদক্ষেপের সহকারী পরিচালক ও আঞ্চলিক জোনাল ম্যানেজার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মু. সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক, কক্সবাজার এর উপ-মহাব্যবস্থাপক জাফর ইকবাল ভূইয়া।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বাঁশখালী লবণ উৎপাদন সম্ভাবনাময় একটি অঞ্চল। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বিশেষ করে পুঁইছড়ি, ছনুয়া ও শেখেরখীল ইউনিয়নে পরিবেশ বান্ধব উপায়ে সামুদ্রিক লবণ উৎপাদনে প্রশিক্ষণ ও সহযোগীতা দিয়ে যাচ্ছে। বাঁশখালীর অপরাপর লবণ উৎপাদন অঞ্চলগুলোকেও সম্পৃক্ত করা কথা বলেন তিনি। এক্ষেত্রে লবণ শ্রমিকদের সাথে ভূমির মালিক পক্ষের সহানুভূতিশীল আচরণ বজায় রাখার কথাও বলেন তিনি।

এসইপি প্রকল্প ব্যবস্থাপক রঞ্জন কান্তি পন্ডিত এর সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন- শেখেরখীল ইউপি’র চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী, পদক্ষেপ’র সিনিয়র ব্যবস্থাপক ও আঞ্চলিক ম্যানেজার আব্দুর রহিম, এসইপির টেকনিক্যাল সিনিয়র অফিসার মোয়াজ্জেম হোসেন, টেকনিক্যাল অফিসার সাইদুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের লবণচাষে সংশ্লিষ্ট প্রতিনিধি ও লবণ চাষীরা।

প্রাথমিক পর্যায়ে বাঁশখালী উপজেলার ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়ির ৬৫০ জন উপকারভোগী লবণচাষিরা পদক্ষেপের এ সুবিধা ভোগ করবে।

আরও পড়ুন