সৈকত সাজলো বিকিনি কন্যা নুসরাতে সাজে
সালমান খানের ‘বিগ বস ১৬’-তে যোগ দেবেন নুসরাত জাহান। শুক্রবার সকাল থেকে এমন খবরেই আরো একবার আলোচনায় সাংসদ-অভিনেত্রী। তবে যিনি আলোচনার মূলে, তিনি আপাতত থাইল্যান্ডে।
জানা গেছে, ফ্রানং কেভ সৈকতে রয়েছেন নুসরাত। সেখানেই স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। থাইল্যান্ড থেকে সোশাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেন তিনি।
থাইল্যান্ডের সবুজ সমুদ্রের তীরে ‘রঙিন প্রজাপতি’র মতো ধরা দিয়েছেন নুসরাত। পরনে নীল-গোলাপি বিকিনি আর কোমরে জড়ানো এক টুকরো রঙিন ওড়না।