প্রাইভেটকারের ধাক্কায় চবি শিক্ষক নিহত
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটের অদূরে পেছন থেকে ছুটে আসা বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় শিক্ষক আফতাব হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এএসএম জিয়াউল ইসলাম বলেন, ‘আফতাব ভাই একটি কাজে নিজের স্কুটি চালিয়ে শহরে গিয়েছিলেন। কাজ শেষে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে স্কুটিতে করেই ক্যাম্পাসে ফিরছিলেন।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট ও মদন হাটের মাঝামাঝিতে আসলে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে চমকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।’
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।