আগামীকাল থেকে চলবে মেট্রোরেল

দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে চালু হচ্ছে মেট্রোরেল। আগের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির সচিব মেহাম্মমদ আবদুর রউফ। তিনি আরও জানান, আগামীকাল রবিবার (২৫ আগস্ট) থেকে নিয়মিত ভাবে মেট্রোরেল চলাচল করবে।
তবে মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে থামবে না কোন ট্রেন। ওই দুই স্টেশনে যাত্রীসেবা কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এর আগে গত বৃহস্পতি, শুক্র ও আজ শনিবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোল চত্তরে পুলিশবক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেক পাঁচটায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কতৃপক্ষ। এর পরদিন (১৯ জুলাই) মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর হয়।
নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর ১১ আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সিদ্ধান্ত হয় ১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালু হবে। অবশ্য এরপর ১৫ আগস্ট ডিএমটিসিএল সচিব মেহাম্মদ আবদুর রউফের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৭ই আগস্ট মেট্রোরেল চালু হচ্ছে না।
১৮ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের উপদেষ্টা সাত দিনের মধ্যে মেট্রোরেল চলাচল শুরুর আশ্বাস দেন।

আরও পড়ুন