কক্সবাজারের কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় হামলার শিকার হয়ে নারীসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার লেমশীখালী ইউনিয়নের কাজীর পাড়া গ্রামের মনজুর আলমের স্ত্রী জায়েদা বেগম (৪৫) ও শিশু সন্তান হাসিব হাসান (৭)। আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
জানা যায়, মনজুর আলমের শিশু সন্তান হাসিব হাসান জালালউদ্দিন ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। হাসিব প্রতিদিনের মত স্কুল থেকে ফেরার পথে একই এলাকার আবু ছৈয়দ প্রকাশ এন্ডার শিশু সন্তান বাবুর সাথে ঝগড়া হয়।
এতে প্রতিপক্ষের মারধরে জায়েদা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
প্রতক্ষ্যদর্শী ছুরত আলম জানান, হাসিবের মা জায়েদা ঝগড়া থামাতে গেলে প্রতিপক্ষ্য তাকে এলোপাতাড়ি মারধর করে।
আহত জায়েদার স্বামী মনজুর আলম বলেন, এলাকর জহির আলমের ছেলে আবু ছৈয়দ ও আকতার এবং আবদু ছমদের ছেলে শাহাজাহান তুচ্ছ ঘটনায় আমার শিশু সন্তান ও স্ত্রীকে মেরে জখম করেছে। আমার স্ত্রী তিন মাসের গর্ভবতী।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।