কুতুবদিয়া জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ভূট্টোকে গণসংবর্ধনা
কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ভূট্টো শপথ গ্রহণ শেষে নিজ জন্মভূমি কুতুবদিয়া পৌছালে তাকে গণসংবর্ধনা দিয়েছে কুতুবদিয়াবাসী।
মঙ্গলবার দুপুরে তিনি বড়ঘোপ স্টিমারঘাটে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। জীপ গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে লেমশীখালী চৌমুহনীতে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় কুতুবদিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক আহমদ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ বাবলা,লেমশীখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল করিমসহ শত শত জনসাধারণ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ভূট্টো বলেন, কুতুবদিয়ার জনপ্রতিনিধিরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি শপথ গ্রহণ করেছি। কুতুবদিয়ার জনপ্রতিনিধি,প্রশাসন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলা পরিষদের আওতাধীন উন্নয়নমূলক কাজ করব বলে জানান।