উখিয়ার সাবেক মেম্বার জয়নাল ইয়াবাসহ আটক
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জয়নাল আবেদীন ৪০ হাজার ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব ১৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪ টায় রোহিঙ্গা ক্যাম্প-১৩ ব্লক- ডি এলাকার কাঁঠাল গাছ তলা বাজার থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, জয়নাল আবেদীন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। পালংখালী চোরাখোলা এলাকার মোঃ হোসেনের ছেলে মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি জয়নাল মেম্বারের বিরুদ্ধে উখিয়া থানায় ধর্ষণ ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।