কুতুবদিয়ার মেধাবী শিক্ষার্থী গিয়াস উদ্দিনের চিকিৎসায় সহায়তার আহবান
মোহাম্মদ গিয়াস উদ্দিন কক্সবাজার সরকারি কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী, তাঁর সহপাঠিরা আগামী ২৭ আগষ্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও মোহাম্মদ গিয়াস উদ্দিন অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছেন।
কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এই মেধাবী ছাত্র গিয়াস উদ্দিন দীর্ঘদিন মাথায় টিউমারে আক্রান্ত। এর আগেও দু’বার অপারেশন হয়েছে তার। চিকিৎসা করাতে গিয়ে নি:স্ব হয়েছে তাঁর দরিদ্র পরিবার।
চিকিৎসকের পরামর্শ ভারতে উন্নত চিকিৎসা করা গেলে বাঁচতে পারে গিয়াস উদ্দিন। তাঁর পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা করা সম্ভব নয়। মাত্র ৬ লক্ষ টাকা পেলে উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে পারবে গিয়াস। তাই সকলের সহযোগিতা কামনা করেছেন অসুস্থ মোঃ গিয়াস উদ্দিন।
অসুস্থ গিয়াস উদ্দিন কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভীপাড়ার নুরুল আলমের পুত্র।
তাকে সহযোগিতা পাঠাতে চাইলে 01846911860- 01870790464 (নগদ-বিকাশ) অথবা ইসলামী ব্যাংক চকবাজার শাখা – 20501626700390607 পাঠানোর অনুরোধ রইল।