কুতুবদিয়ায় সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গমাতার ৯৩তম জন্ম বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদে মাগরিব উপজেলা মসজিদ জামে মসজিদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহেদুল হকের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুতুবদিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এম.এ.গাফফার কুতুবী, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার সেলিম চৌধুরী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দীন ইকু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফখরুল হাসান ফরহান, সদস্য আবদুল্লাহ আল মারুফ, শিব্বির আহমেদ,শফিকুর রহমান মানিক, মফিজ আলম, সালাউদ্দিন কাদের তুষার, পারভেজ আকতার মানিক, মোহাম্মদ শাওন,মোহাম্মদ আনচার,সাবেক সদস্য আমিন জকরিয়া, আবু আহমেদ, বড়ঘোপ প্রতিনিধি মাষ্টার মোহাম্মদ জকরিয়া,মোঃআলমগীর জসিম উদ্দিন, আনিসুজ্জামান, মোহাম্মদ রুবেল, মোহ শাকের প্রমুখ।

বঙ্গবন্ধু,বঙ্গমাতা ও ১৫ ই আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মোহাম্মদ জাফর আলম।

আরও পড়ুন