কুতুবদিয়া (কেক্সবাজার) প্রতিনিধি :: কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের ৪ শিক্ষার্থী স্কাউটস এ প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করেছে।
বাংলাদেশ স্কাউটস এর ৫০তম বার্ষিক ২০২২ সাধারণ সভায় মহামান্য রাষ্ট্রপতি চীফ স্কাউটস মো: আব্দুল হামিদ তাদেরকে সনদ,ক্রেস্ট প্রদান করেন।
সোমবার ( ২৭ জুন) বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে সভা অনুষ্ঠিত হয়। কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ সংখ্যক ৪ শিক্ষার্থী স্কাউটস‘র প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করেছে। তারা উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে বাংলারেদশ স্কাউটস এর বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়। এ্যাওয়ার্ড প্রাপ্ত ৪ শিক্ষার্থীরা হলেন, মাসুক ইলাহী মাহী, কাজী তামজিদুল ইসলাম রাফি, ওহিদুল আলম রানা ও আসাদুল করিম।