দোহাজারী জামাল মেম্বার সড়ক উদ্বোধন করলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি
সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কাজের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ৪৩ লাখ ৯০ হাজার ২৬০ টাকা ব্যয়ে জামাল মেম্বার সড়কের বিসি দ্বারা উন্নয়ন কাজ সম্পন্নের পর সড়কটি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দোহাজারী পৌরসভার হাজারী পুকুর পাড় থেকে জামাল মেম্বার বাড়ি হয়ে বড়ুয়া পাড়া সড়কের সাথে যুক্ত হওয়া ৬৭০ মিটার সড়কের নামফলক উম্মোচন করে উদ্ভোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌরসভার প্রশাসক মাহমুদা বেগম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শাহ্ আলম মেম্বার, এসএম জামাল উদ্দিন মেম্বার, দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মনচুর আলী ফয়সাল, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এরশাদুর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা ফজলুল করিম খোকন, আজম আলী, হারুন-অর-রশীদ, মিজানুর রহমান মিন্টু, জসিম উদ্দিন হিরু, দেলোয়ার হোসেন, নাছির উদ্দীন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মনজুর আলম, রাফসান রকি প্রমূখ।