মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরে ফুটপাত ও বাস স্ট্যান্ড দখল করে দোকান করায় ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

এসময় মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্ক করা, ফুটপাতে পসরা সাজিয়ে পণ্য সামগ্রী বিক্রি, ফুটপাতে দোকানের বিজ্ঞাপন সম্বলিত সাইনবোর্ড রাখা, দোকানের মালামাল ফুটপাতে রাখায় ৯ টি মামলায় বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়। ফুটপাতে রাখা মালামাল সরিয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া মহাসড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্ক করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে বিভিন্ন যানবাহন চালকদের সতর্ক করা হয় এবং নির্দিষ্ট স্টপেজে গাড়ি দাঁড়ানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনায় মিরসরাই থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের বিশেষায়িত দল সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বিভিন্ন অপরাধের দায়ে ৯ টি মামলা করা হয়েছে। এছাড়া অনেককে সতর্ক করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও ফুটপাত দখলমুক্ত রাখার নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন