লোহাগাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে প্রতিপক্ষের হামলায় আহত কৃষক আবু জাহেদ (৪০) ৪দিন পর মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে মারা গেছেন। শুক্রবার রাতে ইউনিয়নর ৮নং ওয়ার্ডের পাটিয়াল পাড়ায় সাতগড় ছড়ার ব্রিজের পাশে মোহাম্মদ হারুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় গুরুতর আহত হন। আবু জাহেদ ওই এলাকার মৃত সাহাব মিয়ার পুত্র। গত শনিবার নিহতের স্ত্রী বাদী হয়ে মোহাম্মদ হারুন, ওমর ফারুক, জাহেদ ও রায়হানকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করলেও কোন আসামি গ্রেফতার হয়নি।

আহত চাচাতো ভাই মোহাম্মদ নুরুচ্ছাফা জানান, রাতে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে মোহাম্মদ হারুনের নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে আবু জাহেদকে এলোপাতাড়ি কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রæত পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে তাকে চট্টগ্রাম নগরীতে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর এক বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় এক কৃষক আহত কৃষক মারা গেছেন। এ ব্যাপারে তার স্ত্রী বাদী হয়ে শনিবার মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।

আরও পড়ুন