বাঁশখালীতে লক্ষ টাকা জরিমানা গুনলো ২২ জেলে
বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে বাঁশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক ধৃত ২২ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়।
রোববার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাঁশখালী চ্যানেল সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও বাঁশখালী উপজেলা প্রশাসন। অভিযানে নিষেধাজ্ঞা না মেনে অবৈধভাবে মাছ ধরার দায়ে ২২জেলেকে আটক পূর্বক ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ট্রলারে থাক জাল, ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মো. মাহমুদুল হাসান বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা না মেনে বাঁশখালী চ্যানেল সংলগ্ন বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার দায়ে ২২ জেলেকে আটক করা হয়। পরে ২জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দিয়ে অপর ২০ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০-এর ৫ ধারায় ৫ হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করা হয় জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। এসময় জব্দকৃত ট্রলারটির মালামাল ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য মুহাম্মদ কালুর জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’