চন্দনাইশে পুলিশের পৃথক অভিযানে ১৬শ’ ইয়াবাসহ আটক ২

চন্দনাইশে পুলিশের পৃথক অভিযানে ১৬শ’ ইয়াবাসহ আটক ২ চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১২ অক্টোবর) সকাল পৌণে ৯টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. ইউনুস আলী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী মারসা বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ৮শ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার সদর থানার ঝিলংজা ইউনিয়নের কোরলিয়া বাংলাবাজার এলাকার মো. সুরত আলমের ছেলে মোঃ আরমান (২৬) কে আটক করে।

অপরদিকে সকাল সোয়া ১১টার দিকে একই স্থানে উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে চট্টগ্রামগামী মারসা যাত্রিবাহী বাসে যাত্রি বেশে ইয়াবা পাচারকালে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা দক্ষিণ পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ইউনুছ কবির (৩১) কে আটক করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৬শ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন