চট্টগ্রামের লোহাগাড়ায় বিরল প্রজাতির উল্লুকসহ গ্রেপ্তার-২

চট্টগ্রামের লোহাগাড়ায় পাচারের জন্য নিয়ে যাওয়ার প্রাক্কালে বিরল প্রজাতির একটি উল্লুকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মাজহার ও মবিনুল নামে দুই ব্যক্তিকে হাতেনাতে উল্লুকটিসহ গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুকটি উদ্ধার করা হয়েছে। এসময় আটক হওয়া দুই পাচারকারীর কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, পাচারকারীরা উল্লুকটিকে বান্দরবনের আলীকদম এলাকা থেকে ধরেছে। কক্সবাজারের চকরিয়া হয়ে এটিকে চট্টগ্রামের লোহাগাড়ায় আনা হয়েছে। তারা উল্লুকটিকে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের নাইস বার্ড গার্ডেন নামের একটি পশুপাখির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।