চন্দনাইশে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন

“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হউক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ-উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাপলা খাতুনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, পল্লী প্রগতি সংস্থার নিবার্হী পরিচালক নুরুল হক, সাংবাদিক আবু তোরাব চৌধুরী, মো.কমরুদ্দিন, আমিনুল ইসলাম রুবেল, খালেদ রায়হান, শাহাদাত হোসেন, এসএম ওমর ফারুক, জাহাঙ্গীর আলম চৌধুরী, শাহনুর দস্তগীর, মো.মাঈন উদ্দিন, মোকতার হোসেন প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “তথ্যের অবাধ, সঠিক ও সময়োচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে, অন্যদিকে কর্তৃপক্ষের সুশাসন নিশ্চিত হবে এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে। তথ্য কমিশন সরকারের সার্বিক সহযোগিতায় তথ্য অধিকার আইনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনগণের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিরাজমান বাধা দূর করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।”

আরও পড়ুন