ছেলের সামনেই সড়কে ঝরলো মায়ের প্রাণ
ছেলের রোগ নির্ণয়ের জন্য ডায়াগানস্টিক সেন্টারে পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না শাহানা বেগমের (৪০)। ছেলের সামনে ঘাতক হাইচ মাইক্রোবাস কেড়ে নিলো তার জীবন প্রদীপ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই পৌরসদরের ডাক বাংলোর সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহানা মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ড গোভনিয়া গ্রামের বাসিন্দা ও পৌর বাজারের ব্যবসায়ি নুর আহম্মদ মেস্ত্রী বাড়ির আবুল মনছুরের স্ত্রী।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার মিরসরাই সদরের সমকাল ডায়াগনস্টিক সেন্টারে ছেলের রোগ নির্ণয়ের জন্য টেস্ট করিয়ে বাড়ি ফিরছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কার কাজের জন্য যানজটের সৃষ্টি হয়। যানজটের সময় সড়ক পার হতে গিয়ে একটি হাইচ মাইক্রো বাস চাপায় শাহানা গুরুতর আহত হয়। আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, যানজটের সময় মহাসড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় ছেলের চোখের সামনে মারা যাওয়া খুবই মর্মান্তিক। শুক্রবার জানাযা শেষে দাফন করা হয়েছে।