দোহাজারীতে ১১শ এসএসসি পরীক্ষার্থীকে করোনা সুরক্ষা সামগ্রী দিলো পৌর কর্তৃপক্ষ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দুইটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে দোহাজারী পৌরসভা কর্তৃপক্ষ।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পরীক্ষার্থীদের সুরক্ষার জন্য দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের নির্দেশনায় দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক হাজার তেরো জন এবং জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের একশ চল্লিশ জন এসএসসি পরীক্ষার্থীদের জন্য পৌরসভার পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব জাফর আহমদ ও হল সুপার ইন্দ্রজিত চক্রবর্তী এবং জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের হল সুপার শাহানা বেগমের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া।

এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, “করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় চলে গেলেও কয়েকদিন ধরে তা আবার হঠাৎ করে বাড়ছে। পরীক্ষার্থীরা যাতে সংক্রমিত না হয় সেজন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। পরীক্ষার্থীরা যেন নিজের প্রতি যত্নশীল হয়ে, সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সে জন্যই আমাদের এই প্রয়াস।”

আরও পড়ুন